টোকিও: জাপানের ওগাসাওয়ারা দ্বীপপুঞ্জে বুধবার দিনের শুরুতে ৭ দশমিক ৪ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের আঘাত হেনেছে। এর ফলে আবহাওয়া সংক্রান্ত সংস্থা থেকে জরুরি ভিত্তিতে সুনামির সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় ২টা ২০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল রাজধানী টোকিও থেকে প্রায় একহাজার কিলোমিটার দক্ষিণে। আর ১০ কিলোমিটার গভীরে এটি আঘাত হানে।
সংবাদমাধ্যমগুলো জানায়, রাজধানী টোকিও সুরক্ষিত রয়েছে। তবে, ভয়াবহ ভূমিকম্পের তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
এদিকে, ভূমিকম্পটি হংসু দ্বীপের পশ্চিমেও আঘাত হানে । এই দ্বীপটি জাপানের প্রধান চার দ্বীপের অন্যতম একটি।
বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১০