সিউল: পীত সাগরে চীনের নৌকা ডুবির ঘটনা মীমাংসায় কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে দক্ষিণ কোরিয়া।
দক্ষিণ কোরিয়ার কোস্টগার্ডের গুলিতে শনিবার চীনা নৌকাটি ডুবে যায়।
ডুবে যাওয়া নৌকার নাবিকদের বিরুদ্ধে অবৈধভাবে মাছ শিকারের অভিযোগ রয়েছে।
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ঘটনাটির শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করবে দক্ষিণ কোরিয়া। অপর একটি সূত্র জানায়, ওই ঘটনায় চীনের সঙ্গে যৌথ তদন্তে আগ্রহী দক্ষিণ কোরিয়া।
চীন এ ঘটনায় ক্ষতিপূরণ দাবি করেছে দক্ষিণ কোরিয়ার কাছে। ঘটনার সঙ্গে জড়িত কোস্টগার্ড সদস্যদের বিচার দাবি করেছে তারা।
বাংলাদেশ স্থানীয় সময়: ১০৩৩ ঘণ্টা,২২ ডিসেম্বর,২০১০