ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

চীনে বিদেশি ভাষার ওপর নিষেধাজ্ঞা!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৭, ডিসেম্বর ২২, ২০১০
চীনে বিদেশি ভাষার ওপর নিষেধাজ্ঞা!

বেইজিং: চীনের গণমাধ্যমে বিদেশি শব্দ বিশেষ করে ইংরেজি ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সে দেশের সরকার। খবর আইএএনএসের।



এই নিষেধাজ্ঞা চীনের সংবাদপত্র, প্রকাশক ও ওয়েবসাইট মালিকদের জন্য প্রযোজ্য। সংবাদপত্র ও প্রকাশনার সাধারণ প্রশাসন (জিএপিপি) থেকে এটি জারি করা হয়।

জিএপিপির আদেশ মতে, বিদেশি ভাষার যাচ্ছেতাই ব্যবহার, বিশেষ করে আধা ইংরেজি, আধা চীনা ভাষার শব্দ ব্যবহার এই (চীনা) ভাষাকে সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। আর একইসঙ্গে সমরূপ ও সুস্থ সাংস্কৃতিক পরিবেশের ওপর বিরূপ সামাজিক প্রভাব ফেলছে।

এই আদেশে জানানো হয়েছে, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের সঙ্গে সব ধরনের প্রকাশনায় বিদেশি ভাষা ব্যবহার করা হচ্ছে। এর মধ্যে সংবাদপত্র, সাময়িকী ও ইন্টারনেট রয়েছে।

এতে বলা হয়েছে, ভাষান্তর নীতি ও চর্চার মাধ্যমে বিদেশি ভাষার অনুবাদ ধারাবাহিকবাবে চলতে থাকবে। এই আইন লঙ্ঘন করা হলে আইনানুযায়ী শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।