সিউল: দক্ষিণ কোরিয়ার দ্বীপে আক্রমণের পক্ষে অভিনব প্রচারণা চালাচ্ছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার বিভিন্ন নাগরিক সংগঠন এবং কোম্পানির কাছে ফ্যাক্সের মাধ্যমে বার্তা পাঠিয়েছে তারা।
ফ্যাক্স বার্তায় ২৩ নভেম্বরের আক্রমণের জন্য দণি কোরিয়াকে দায়ী করা হয়েছে। দক্ষিণ কোরিয়ান নাগরিক সংগঠন এবং ব্যবসায়ি প্রতিষ্ঠান যারা উত্তর কোরিয়ায় ব্যবসা করেন তাদের প্রতি ওই সরকার বিরোধী প্রচারণার আহ্বান চালানো হয়েছে।
সিউলের একজন মুখপাত্র জানিয়েছেন, ৬ ডিসেম্বর থেকে ফ্যাক্স বার্তা পাঠানো শুরু হয়েছে। এখন পর্যন্ত অনেক ব্যবসায়ি প্রতিষ্ঠান এ বার্তা পেয়েছে ।
এদিকে দণি কোরিয়ার চুসান ইলবো নামক একটি পত্রিকায় লেখা হয়েছে, এখন পর্যন্ত অন্তত: ৮০টি প্রতিষ্ঠানে এ মিথ্যা বার্তা পাঠানো হয়েছে ।
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ২২ ডিসেম্বর, ২০১০