ভূবনেশ্বর: ভারতের সেনাবাহিনী বুধবার দুটি স্বল্প মাত্রার পরমাণু শক্তি সম্পন্ন ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপন চালিয়েছে। একজন প্রতিরক্ষা কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে একথা জানান।
পাকিস্তানের ক্ষেপনাস্ত্র পরীক্ষা চালানোর একদিন পরই ভারত ওই উৎক্ষেপণ চালালো।
প্রতিরক্ষা গবেষণা কেন্দ্রের পরিচালক এস.পি দাস জানান, উরিষ্যার চন্দিপুরে সাগরে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণ যোগ্য পৃর্থিব-টু ক্ষেপণাস্ত্রটি পরীক্ষার চালানো হয়। ক্ষেপনাস্ত্রটি ৩৫ কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম। এছাড়া এতে পরমাণুও অস্ত্র বহনে সক্ষম।
চলতি বছরের ২৪ সেপ্টেম্বর ওই একই স্থান থেকে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হলেও তা ব্যর্থ হয়।
দক্ষিণ এশিয়ার দুই প্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান ১৯৯৮ সাল থেকে নিয়মিতই ক্ষেপনাস্ত্র পরীক্ষা চালিয়ে আসছে।
বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১০