ইসলামাবাদ: পাকিস্তান শনিবার দেশটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর ১৩৪তম জন্মদিন উদযাপন করছে। এ উপলক্ষ্যে সারা দেশ জুড়ে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়েছে।
‘দেশের পিতা’ বা পাকিস্তানে কায়েদ- ই- আজম নামে পরিচিত জিন্নাহর জন্মদিনে শ্রদ্ধা নিবেদন করবে পাকিস্তানের ন্যাশনাল কাউন্সিল অব আটর্স (পিএনসিএ) এবং সংস্কৃতি মন্ত্রণালয়। পাকিস্তানের সংবাদপত্র ডন সূত্রে এ তথ্য জানা যায়।
এছাড়া দেশের উন্নতি ও অগ্রগতির জন্য শনিবার সারা দেশের মসজিদগুলোতে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে।
একইসঙ্গে করাচীতে জিন্নাহর সমাধিতেও বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়েছে।
১৯১৩ সাল থেকে ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান স্বাধীনতা হওয়া পর্যন্ত ভারতীয় মুসলিম লীগ থেকে দেশের নেতৃত্ব দেন জিন্নাহ।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৪১০ ঘন্টা, ডিসেম্বর ২৫, ২০১০