কোপেনহাগেন: ডেনমার্কের একটি পত্রিকার কার্যালয়ে সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগে দেশটির পুলিশ বুধবার পাঁচজনকে গ্রেপ্তার করেছে। পত্রিকাটি হযরত মুহাম্মদ (স.)-এর কার্টুন ছবি এঁকেছিল।
ডেনামার্কের গোয়েন্দা বাহিনী পিইটি জানিয়েছে, গ্রেপ্তার করা ব্যক্তিদের মধ্যে তিনজন সুইডেনের নাগরিক। এরা মঙ্গলবার রাতে ডেনমার্কে প্রবেশ করে।
ডেনমার্কের গণমাধ্যম জানায়, তাদের শরীর তল্লাশি করে একটি পিস্তল ও তাজা গোলবারুদ পাওয়া গেছে।
২০০৫ সালে ডেনমার্কের দৈনিক জিলান্ড-পোস্টেন হযরত মুহাম্মদ (স.)-এর ব্যঙ্গচিত্র প্রকাশ করে। এতে বিশ্বজুড়ে মুসলমানদের সমালোচনার মুখে পড়ে পত্রিকাটি।
নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, আটক ওই চার ব্যক্তি জিলান্ড-পোস্টেনের ভবনে প্রবেশ করার পরিকল্পনা এবং যতোবেশি সম্ভব মানুষ হত্যার চেষ্টা করছিল।
পিইটির প্রধান জ্যাকব শার্ফ বলেন, একটি আসন্ন হামলার পরিকল্পনার ব্যর্থ করে দেওয়া হয়েছে। তিনি এদের কয়েকজনকে ইসলামি জঙ্গি বলে সন্দেহ করা হচ্ছে।
তিনি বলেন, সুইডিশ পুলিশের আন্তরিক সহায়তায় এদের গ্রেপ্তার কর সম্ভব হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১০