ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

উন্মুক্ত গোলাগুলির মহড়া চালিয়েছে দ. কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১০
উন্মুক্ত গোলাগুলির মহড়া চালিয়েছে দ. কোরিয়া

সিউল: দক্ষিণ কোরিয়া সেনাবাহিনী উত্তর কোরিয়ার সীমান্ত অঞ্চলের কাছে বৃহস্পতিবার উন্মুক্ত গোলাগুলির মহড়া চালিয়েছে। সামরিক মহড়ায় ট্যাঙ্ক, কামান ও  যুদ্ধ বিমান অংশ নিয়েছে বলে সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছে।



প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, স্থানীয় সময় ২ টা ৪৩ মিনিটে উত্তর কোরিয়ার বিরোধপূর্ণ সীমান্তের ৩০ কিলোমিটার দক্ষিনে পুচিয়নে মহড়া শুরু হয়। এক ঘণ্টা পর ৩টা ৪২ মিনিটে মহড়া শেষ হয়।  

এদিকে যুক্তরাষ্ট্র জলতি সপ্তাহে মহড়ার সমর্থন দিয়েছে। তবে পিয়ংইয়ং এ তীব্র প্রতিবাদ জানিয়েছে। এটাই সবচেয়ে বড় আকাশ-ভ’মির গোলাগুলির মহড়া।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে , সেনা ও বিমান বাহিনী যৌথ মহড়ার আয়োজন করেছে। মহরায় ৮০০ সেনাসদস্য ৩০টি কে-১ ট্যাঙ্ক অংশ নিচ্ছে।   এছাড়াও ১০৫ ধরনের অস্ত্র পরীক্ষা ও ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করা হবে।

এদিকে পূর্ব উপত্যাকায় নৌবাহিনী চার দিনের মহড়া বুধবার শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১২৫৫ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।