উত্তর কোরিয়ার সশস্ত্র বাহিনী যুদ্ধে জন্য প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী কিম ইয়ং চুন। যুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারেরও হুমকি দেন তিনি।
কিম ইয়ং চুন জানান, সীমান্তে দক্ষিণ কোরিয়ার উন্মুক্ত গোলাগুলির মহড়া চালিয়েছে। যার মানেই তারা উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছে।
দক্ষিণ কোরিয়ার বৃহস্পতিবার ইতিহাসের সবচেয়ে বড় উন্মুক্ত গোলাগুলির মহড়া চালিয়েছে। মহড়ায় ট্যাঙ্ক, হেলিকপ্টার এবং যুদ্ধ বিমান ব্যবহার হয়েছে।
উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার ইয়নপিয়ং দ্বীপে গোলা হামলায় চারজন নিহত হওয়ার পর থেকে দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা দেখা দেয়।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিয়াং বাক হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, উত্তর কোরিয়া আর কোনো আগ্রাসী হামলা চালালে এর কঠিন জবাব দেওয়া হবে।
উত্তর কোরিয়া চলতি বছর ৪৭টি সামরিক মহড়া চালিয়েছে। এর মধ্যে উন্মুক্ত গোলাগুলির মহড়াই সবচেয়ে বড় সামরিক মহড়া।
বাংলাদেশ সময়: ১৭৫১ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১০