ভিয়েনা: জাতিসংঘের পরমাণু পরিদর্শক সংস্থা আইএইএ মিয়ানমারের কাছে তাদের সন্দেহজনক পরমাণু স্থাপনা ও স্থান পরিদর্শনের অনুমতি চেয়েছে। সংস্থার একটি ঘনিষ্ঠ সূত্রে বৃহস্পতিবার এ তথ্য জানা যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘আন্তর্জাতিক পরমাণু জ্বালানি সংস্থা (আইএইএ) পরমাণু স্থাপনা পরিদর্শনের অনুরোধ জানিয়ে মিয়ানমার সরকারের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে। ’
তবে মিয়ানমারের কাছ থেকে কোনো সাড়া পাওয়া গিয়েছে কি না এ বিষয়ে ওই সূত্র নিশ্চিতভাবে কিছু জানাতে পারেনি।
আইএইএ-র এ অনুরোধ নাকচ করলে মিয়ানমার কঠিন আন্তর্জাতিক প্রতিক্রিয়ার সম্মুখীন হবে বলে ওয়ালস্ট্রিট জানায়।
এদিকে, এশিয়ার দেশগুলোতে মিয়ানমার ও উত্তর কোরিয়ার মধ্যে সেনা ও সম্ভাব্য পরমাণু সহযোগিতা ক্রমেই উদ্বেগের কারণ হয়ে দেখা দিয়েছে। আর এ পরিস্থিতিই এ অনুরোধ পাঠালো জাতিসংঘের পরিদর্শক দল।
উল্লেখ্য, পিয়ংইয়ং এর সমর্থনে মিয়ানমার পরমাণু কর্মসূচী চালাচ্ছে বলে বহু বছর থেকে সন্দেহ করে আসছে ওয়াশিংটন।
এদিকে সম্প্রতি উইকিলিকসে ফাঁস হওয়া গোপন নথি সূত্রে জানা যায় মিয়ানমার জঙ্গলের গভীরে গোপনে পরমাণু ও ক্ষেপণাস্ত্র স্থাপনা নির্মাণ করছে। ২০০৪ সালে এ ধরনের কর্মকান্ড দেখা যায় বলে প্রত্যক্ষদশীরা জানান। একইসঙ্গে তাদের কাছে এর প্রমাণ আছে বলেও শ্রমিক ও বিদেশী ব্যবসায়ীরা জানান।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৮২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১০