আবুজা: আইভরি কোস্টে চলমান সংকটের প্রেক্ষিতে শুক্রবার জরুরি আলোচনায় বসেছেন পশ্চিম আফ্রিকার নেতারা।
আইভরিকোস্টে জাতিসংঘের সেনা মোতায়েন রাখতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার বিরোধিতা করছেন লরেন্ত জিবাগবো ।
আইভরি কোস্টকে এই জোট থেকে বহিস্কার এবং জিবাগবোকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানানো হবে এ সম্মেলন থেকে। এটি ইকোয়াসের দ্বিতীয় সম্মেলন।
নাইজেরিয়ার রাজধানী আবুজায় অনুষ্ঠেয় সম্মেলনে আইভরি কোস্টের ওপর কিভাবে চাপ প্রয়োগ করা হবে সে ব্যাপারে মুখ খোলেননি আফ্রিকার নেতারা।
অপরদিকে, যুক্তরাষ্ট্র জানিয়েছে আইভরি কোস্টে জাতিসংঘের মিশন নিয়ে তারা বেশ কয়েকটি আফ্রিকান দেশের সঙ্গে আলোচনা করেছে।
বাংলাদেশ স্থানীয় সময়: ০৯৫৯ ঘণ্টা, ২৪ ডিসেম্বর,২০১০