রোম: ইনফর্মাল ফেডারেশন অব অ্যানার্কি (ফাই) নামধারী একটি গ্রুপ রোমের চিলি ও সুইস দূতাবাসে বোমা হামলা চালিয়েছে বলে বৃহস্পতিবার দাবি করেছে। দুটি দূতাবাসে বোমা বিস্ফোরণে দুই জন আহত হয়।
বার্তা সংস্থা আনসা জানিয়েছে, আহত একজনের পাশে পড়ে থাকা একটি বাক্সে ভেতরে রাখা চিঠিতে এ দাবি করা হয়েছে।
ওই চিঠির বিবৃতিতে দাবি করা হয়েছে, ‘আমরা কথা ও কাজের মাধ্যমে আমাদের দাবি শোনাতে চাই। আসুন, আধিপত্যের ব্যবস্থা ধ্বংস করি। ফাই দীর্ঘজীবী হোক। ’
স্বরাষ্ট্রমন্ত্রী রবার্তো ম্যারোনি বলেন, তদন্তকারীরা এই ঘটনার সঙ্গে নৈরাজ্যবাদীদের (অ্যানার্কিস্ট) সংশ্লিষ্টতা পেয়েছেন। এর আগে গত নভেম্বরে গ্রিসে এমনই ঘটনা ঘটেছে।
ম্যারোনি বলেন, ‘এরা অত্যন্ত সহিংস গোষ্ঠী। স্পেন ও গ্রিসেও এরা আছে। ’
বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১০