পেশোয়ার: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আদিবাসী এলাকায় শুক্রবার পাঁচটি আধাসামরিক চেকপয়েন্টে তালেবান জঙ্গিদের আক্রমণের পর বন্দুকযুদ্ধে কমপক্ষে ১১ জন সেনাসদস্য এবং ২৪ জন জঙ্গি নিহত হয়েছে।
উচ্চপদস্থ একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চলের ওই চেকপোস্টে অন্তত ১৫০ জন তালেবান জঙ্গি হামলা চালায়।
আদিবাসী অধ্যুষিত মোহমানদ জেলাপ্রশাসক আমজাদ আলি খান এ অঞ্চলের প্রধান শহর ঘালানাইয়ে সাংবাদিক সম্মেলনে বলেন, আমাদের অন্তত ১১ সেনা নিহত এবং ১২ জন আহত হয়েছে।
আঞ্চলিক প্রশাসন এবং আধাসামরিক বাহিনী হামলা এবং হতাহতের ঘটনা নিশ্চিত করেছে।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ২৪ ডিসেম্বর, ২০১০