ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

টেলিকম কেলেঙ্কারি

এ রাজাকে জেরা করছে ভারতীয় পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১২, ডিসেম্বর ২৪, ২০১০
এ রাজাকে জেরা করছে ভারতীয় পুলিশ

নয়াদিল্লি: ভারতের সাবেক টেলিকম মন্ত্রী এ রাজাকে জিজ্ঞাসাবাদ করছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দাসংস্থা। দেশের ইতিহাসের সবচেয়ে বড় দুর্নীতির ঘটনা বিষয়ে তথ্য জানতে শুক্রবার এ পদক্ষেপ নেয় ভারতীয় পুলিশ।

খবর এএফপির।

দ্বিতীয় প্রজন্মের (টুজি) মোবাইল ফোনের লাইসেন্স নামমাত্র মূল্যে বিক্রির ঘটনায় গত মাসে পদত্যাগ করেন সাবেক টেলিকমমন্ত্রী এ রাজা। এর জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে ৪০ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ গুণতে হয় বলে ভারতের সরকারী হিসাব নিরীক্ষক দল জানায়।

নয়াদিল্লির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সদরদপ্তরে রাজাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে সংস্থাটির এক মুখপাত্র জানান।

বার্তাসংস্থা এএফপিকে ওই মুখপাত্র বলেন, ‘আমরা তার সঙ্গে টুজি স্পেকট্রামের বণ্টন বিষয়ে আলোচনা করেছি। তবে এ জিজ্ঞাসাবাদ কতদিন চলবে এ বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু বলাটা কঠিন। ’

নির্দিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দিয়ে নিয়ম পরিবর্তন করেছেন বলে রাজার বিরুদ্ধে অভিযোগ আছে। এর মধ্যে অনেক প্রতিষ্ঠানই তারবিহীন তরঙ্গ বরাদ্দ পাওয়ার যোগ্য নয় বলে হিসাব নিরীক্ষক জানান।  

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।