ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা অকার্যকর: আহমাদিনেজাদ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১০
পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা অকার্যকর: আহমাদিনেজাদ

ইস্তানবুল: ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বৃহস্পতিবার তেহরানের বিরুদ্ধে আরোপ করা পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞার কার্যকারিতাকে নাকচ করে দিয়েছেন। খবর সিনহুয়ার।



আহমাদিনেজাদ এ মুহূর্তে তুরস্কে রয়েছেন। তিনি সেখানে অর্থনৈতিক সহায়তা সংস্থার (ইসিও) ১১তম সম্মেলনে যোগ দিয়েছেন।

গোপনে পরমাণ কর্মসূচি চালাচ্ছে এমন অভিযোগে সম্প্রতি চতুর্থবারের মতো ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদসহ পশ্চিমা দেশগুলো। আহমাদিনেজাদ বলেন, ‘এতে আমাদের সিদ্ধান্ত প্রণয়নে কোনো সমস্যা হয়নি। ’

তিনি বলেন, ‘আমরা আত্মনির্ভর এবং আমাদের অর্থনৈতিক উন্নয়ন ইউরোপ বা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করে না। ’

ইরানের প্রেসিডেন্ট বলেন, আগামীতে ইস্তানবুলে জার্মানিসহ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য দেশ ও ইরানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করা হবে। নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য হলো- চীন, ফ্রান্স, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও রাশিয়া।

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।