ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ার পরমাণু চুল্লি ধ্বংস করেছে ইসরাইল: উইকিলিকস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১০

জেরুজালেম: উইকিলিকসের ফাঁস করা তারবার্তায় দেখা গেছে ২০০৭ সালে আকাশ পথে হামলা চালিয়ে ইসরাইল সিরিয়ার নির্মাণ করা পরমাণু চুল্লি ধ্বংস করে দেয়। খবর এএফপির।



তৎকালীন মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস এক তারবার্তায় লেখেন, ‘আমাদের গোয়েন্দা বিশেষজ্ঞরা নিশ্চিত যে ইসরাইলের ধ্বংস করা চুল্লি উত্তর কোরিয়ার চুল্লির অনুরূপ। আমাদের কাছে প্রমাণ আছে, এই চুল্লি কোনো শান্তিপূর্ণ উদ্দেশ্যে তৈরি হয়নি। ’

রাইস তারবার্তায় আরও লেখেন যে সিরীয় সরকার আন্তর্জাতিক আণবিক সংস্থা (আইএইএ)-কে চুল্লি পরিদর্শনের অনুমতি দেয়নি।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ২৪ ডিসেম্বর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।