সিউল: বেইজিংয়ে ফেব্রুয়ারী মাসে বৈঠক করবেন দণি কোরিয়া ও চীনের প্রতিরক্ষামন্ত্রী । সীমান্তবর্তী দ্বীপে উত্তর কোরিয়ার ভয়াবহ হামলায় সেনা উত্তেজনা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এ বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কিম কাওয়ান জিন ও চীনের প্রতিরক্ষামন্ত্রী লিয়াঙ্গ গুয়াঙ্গলি উত্তর কোরিয়ার সেনা উসকানি ও আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে আলোচনা করবেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা ইয়নহাপ এ তথ্য জানায়।
এতে আরও বলেন, ‘দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধিসহ আঞ্চলিক নিরাপত্তা ও ইয়নপিয়ঙ্গ দ্বীপে বোমা হামলা বিষয়েও উভয় নেতা আলোচনা করবেন। ’
উল্লেখ্য, গত মার্চে উত্তরের টর্পেডোর আঘাতে দক্ষিণ কোরিয়ার জাহাজ চিওনান ডুবির ঘটনায় ৪৬ জন নাবিক এবং ২৩ নভেম্বর ইয়নপিয়ঙ্গ দ্বীপে হামলার ঘটনায় দেশটির আরও ৪ জন নিহত হন।
বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১০