ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অ্যাসাঞ্জের ১১ লাখ পাউন্ডের চুক্তি স্বাক্ষর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১০
অ্যাসাঞ্জের ১১ লাখ পাউন্ডের চুক্তি স্বাক্ষর

লন্ডন: আত্মজীবনী লিখার জন্য প্রায় ১১ লাখ পাউন্ডের চুক্তি স্বাক্ষর করেছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা সম্পাদক জুলিয়ান অ্যাসাঞ্জ। রোববার প্রকাশিত অ্যাসাঞ্জের এক সাক্ষাৎকারে এ তথ্য জানা যায়।



এ অর্থ তার বিরুদ্ধে দায়ের করা মামলায় লড়তে সাহায্য করবে বলে ব্রিটেনের সানডে টাইমস সংবাদপত্রকে অ্যাসাঞ্জ জানান। সুইডেনের দুই নারীকে যৌন হয়রানির অভিযোগে অ্যাসাঞ্জের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

তিনি বলেন, ‘আমি এ বই লিখতে চাইনা, কিন্তু তারপরও আমাকে তা করতে হবে। এর মধ্যেই আমার ২ লাখ পাউন্ড ব্যয় হয়েছে। আমার অবশ্যই নিজেকে রক্ষা করা ও উইকিলিকস চালু রাখতে হবে। ’

এরইমধ্যে তিনি মার্কিন প্রকাশক আলফ্রেড এ. নোফের কাছ থেকে ৮ লাখ ডলার এবং ব্রিটেনের ক্যাননগেইটের কাছ থেকে ৫ লাখ ডলার গ্রহণ করেছেন বলে এ অস্ট্রেলিয়ান জানান।

অ্যাসাঞ্জের সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকস ধারাবাহিকভাবে আরও হাজার হাজার গোপন মার্কিন নথি ফাঁস করবে বলে সম্প্রতি ঘোষণা দেয়।

এদিকে ১৬ ডিসেম্বর জামিনে ছাড়া পাওয়ার পর থেকে ইংল্যান্ডের পূর্বাঞ্চলে এক বন্ধুর বাড়িতে অবস্থান করছেন অ্যসাঞ্জ। তবে প্রতিদিন পুলিশের কাছে রিপোর্ট করা ও বৈদ্যুতিক ট্যাগ পড়ে থাকার কঠিন শর্তে তাকে জামিন দেওয়া হয়।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৪৪৫ ঘন্টা, ডিসেম্বর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।