সিউল: দক্ষিণ কোরিয়া ২৩টি স্থানে নৌ মহড়া শুরু করতে যাচ্ছে। উত্তর কোরিয়ার সীমান্তবর্তী বিরোধপূর্ণ এলাকাগুলোকে বাদ দিয়ে সোমবার থেকে এ মহড়া শুরু হতে যাচ্ছে বলে দেশটির সেনাবাহিনী সূত্র জানায় ।
সেনাবাহিনীর পরিকল্পনা অনুযায়ী কোরীয় দ্বীপপুঞ্জের উপকূলে চলতি মাসের ২৭ থেকে ৩১ তারিখ পর্যন্ত এ মহড়া চলবে। দেশটির জয়েন্ট চিফ অব স্টাফ (জেসিএস) রোববার এ তথ্য জানান।
তবে পীত সাগরে উত্তর কোরিয়ার উত্তেজনাপূর্ণ সীমান্ত অঞ্চলে এই মহড়া চালানো হবে না বলে দক্ষিণ কোরিয়া সরকারের পক্ষ থেকে জানানো হয়।
জেসিএস’র মুখপাত্র বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘এটি সেনা, নৌ ও বিমান বাহিনীর নিয়মিত মহড়ার অংশ। এছাড়াও রাষ্ট্রীয় প্রতিরক্ষা উন্নয়ন সংস্থা পশ্চিম উপকূলীয় অঞ্চলে তাদের গোলা-বারুদের পরীক্ষা চালাবে। ’
উল্লেখ্য, চলতি মাসের ২০ তারিখ সিউল ইয়ংপিয়ং দ্বীপে সামরিক মহড়া চালায়। এর জবাবে উত্তর কোরিয়া পাল্টা গোলা হামলা চালালে দক্ষিণ কোরিয়ার দুজন বেসামরিক ব্যক্তিসহ মোট চারজন নিহত হন।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৬২৩ ঘণ্টা, ২৬ ডিসেম্বর ২০১০