ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে ক্যান্সার আক্রান্ত নারীদের ডিম্বাণু সংরক্ষণের ব্যবস্থা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১০
চীনে ক্যান্সার আক্রান্ত নারীদের ডিম্বাণু সংরক্ষণের ব্যবস্থা

সাংহাই: ক্যান্সার আক্রান্ত নারীদের জন্য ডিম্বাণু সংরক্ষণাগার তৈরি করতে যাচ্ছে চীন। মূলত  ক্যামোথেরাপি বা অস্ত্রোপচারের পরও তাদের সন্তান লাভের জন্য এ ব্যবস্থা নিতে যাচ্ছে দেশটি।

ক্যামোথেরাপির ফলে নারীদের পুনরুৎপাদনশীল ক্ষমতা নষ্ট হয়ে যায়।  

আগামি তিন বছরের মধ্যে এই সংরক্ষণাগার তৈরির পরিকল্পনা করেছে কর্তৃপক্ষ । সাংহাই মর্নিং পোস্টের বরাত দিয়ে চায়না ডেইলি এ তথ্য জানায়।

এতে ক্যামোথেরাপি বা অস্ত্রোপচারের পরও নারীরা হিমায়িত এবং সংরক্ষিত ডিম্বাণুর মাধ্যমে আবারও সন্তান উৎপাদনের সুযোগ পাবেন।
 
সাংহাই এর জিয়াওটং বিশ্ববিদ্যালয়ের সহযোগী রেনজি হাসপাতালের গাইনোকোলজি বিভাগের প্রধান ডি ওয়েন এ তথ্য জানান।

স্বাভাবিক অবস্থায় গর্ভাশয় থেকে অপসারণের ১০ ঘণ্টার মধ্যে একটি ডিম্বকোষ নষ্ট হয়ে যায়। কিন্তু তরল নাইট্রোজেনে ১৯৬ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় এক দশক পর্যন্ত ডিম্বাণু সংরক্ষণ করা।

এদিকে বন্ধ্যা ও ক্যারিয়ার সচেতন নারীদের জন্যও এখান থেকে ডিম্বাণু সরবরাহের ব্যবস্থা রাখা হবে বলেও জানা যায়।     

চীনের জনসংখ্যার প্রায় শতকরা দশভাগ মানুষ সন্তান ধারণ ক্ষমতা সংক্রান্ত সমস্যায় ভোগেন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৮৩৬ ঘণ্টা, ২৬ ডিসেম্বর,২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।