ওয়েলিংটন: নিউজিল্যান্ডের ক্রিস্টচার্চ শহরে রবিবার কয়েক দফা ভূমিকম্প আঘাত হানে। এতে শহরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং ক্ষতিগ্রস্ত বাড়িঘর থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।
তবে গত সেপ্টেম্বরে নিউজিল্যান্ডে ভয়াবহ ভূমিকম্পের কারণে পূর্বসতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। ফলে এ ঘটনায় ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
বেসামরিক প্রতিরক্ষা ব্যবস্থাপক জন মিশেল বলেন, ‘বড় মাত্রার ভূমিকম্প হলেও কেবল অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। ’ তবে বড় মাত্রার ভুমিকম্পটি আঘাত হানার পর শহরের ৪০ হাজার বাড়িতে প্রায় এক ঘন্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়। এ ভূমিকম্পের মাত্রা ছিলো রিখটার স্কেলে ৪ দশমিক নয়।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৮৫৮ ঘণ্টা, ২৬ ডিসেম্বর, ২০১০