ওয়াশিংটন: মাদকের বিরুদ্ধে লড়াই করা যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর সঙ্গে দেশটির মাদক নিয়ন্ত্রনকারী প্রশাসনের সম্পর্ক সহজ নয়। উইকিলিকসের ওয়েবসাইটে ফাঁস হওয়া মার্কিন গোপন নথি সূত্রে এ তথ্য জানা যায়।
নিউইয়র্ক টাইমস শনিবার এ তথ্য প্রকাশ করে।
প্রকাশিত প্রতিবেদনে দীর্ঘদিনের এ অস্বস্তিকর সম্পর্কের বিস্তারিত তুলে ধরা হয়।
ভেনেজুয়েলাসহ অন্যান্য স্থানে অন্তর্ঘাতে মার্কিন আইন প্রয়োগকারী সংস্থা মেক্সিকোর সরকারি কর্তৃপক্ষের সাহায্য চায় বলে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়।
একইসঙ্গে নিজ দেশের পুলিশের প্রতি আস্থা না থাকায় মেক্সিকোর সামরিক কর্মকর্তাদের মার্কিন সংস্থাগুলোর সঙ্গে আরও গভীরভাবে কাজ করার অনুরোধ করা হয় বলেও জানা যায়।
এছাড়া মার্কিন সংস্থাগুলোর কাছে প্যারাগুয়ে, পানামাসহ আরো অনেক দেশের অভ্যন্তরীণ বিষয়ে যুক্ত হতে ও রাজনৈতিক শত্রুদের প্রতিহত করার অনুরোধ জানানো হয়।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৯২৫ ঘণ্টা,২৬ ডিসেম্বর,২০১০