কুয়ালালামপুর: মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলো ইসলামি জঙ্গি দলের সদস্য সংগ্রহ করার গুরুত্বপূর্ণ স্থানে পরিণত হয়েছে। বিভিন্ন জঙ্গিগোষ্ঠি তরুণদের সন্ত্রাসমূলক কার্যক্রমের দিকে ঠেলে দিচ্ছে বলে আশঙ্কা করছেন দেশটির নিরাপত্তা বিশেষজ্ঞরা।
প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ডের মতো মালয়েশিয়ায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেনি। তবে ভর্তি প্রক্রিয়ায় অসতর্কতার কারণে বিশ্ববিদ্যালয়গুলো জঙ্গিদের স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে। ফলে সন্ত্রাসী হামলার আশঙ্কাও বাড়ছে।
চলতি বছর দেশজুড়ে ব্যাপক আটক এবং গ্রেপ্তারের কারণে এটি স্পষ্ট হযেছে যে মালয়েশিয়া জঙ্গিদের সমর্থক ও হামলা পরিকল্পনাকারীদের ঘাঁটিতে পরিণত হয়েছে।
মালয়েশীয় ইসলামিক ট্রেনিং সেন্টারের উপপ্রধান জামিহান মাত জিন এএফপিকে বলেন, ‘মালয়েশিয়ায় সন্ত্রাসী হামলার ব্যাপারটা অত্যন্ত বাস্তব। আর এই সন্ত্রাসবাদী হামলার আশঙ্কা করা হচ্ছে ছাত্রদের কাছ থেকেই। ’
বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, ২৭ ডিসেম্বর ২০১০