আবিদজান: আইভরি কোস্টে আন্তর্জাতিক পর্যায়ে বিচ্ছিন্ন হয়ে পড়া লরেন্ত জিবাগবোকে ক্ষমতা থেকে অপসারণের দাবিতে দেশব্যাপী ধর্মঘট ডেকেছে প্রেসিডেন্ট পদের দাবিদার অ্যালাসানে ওয়াত্তারা।
গত মাসে প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকেই আইভরি কোস্টে চরম রাজনৈতিক অস্থিরতা ও সংঘর্ষ বিরাজ করছে।
ওয়াত্তারার মুখপাত্র প্যাট্রিক অ্যাসি বলেন, ‘আমরা আগামিকাল (রোববার) দেশজুড়ে ধর্মঘট আহ্বান করেছি।
নির্বাচনের ফলাফলে ওয়াত্তারা বিজয়ী হলেও জিবাগবো আদালতে এ রায়ের বিরুদ্ধে আপিল করায় বিষয়টি ঝুলে যায়।
জিগাবগোর বিরুদ্ধে আন্তর্জাতিক চাপের পাশাপাশি দেশের ভেতরেও আন্দোলন চলছে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, আফ্রিকান ইউনিয়ন এবং পশ্চিম আফ্রিকার জোট ইকোয়াস ২৮ নভেম্বরের নির্বাচনে ওয়াত্তারাকে বিজয়ী ঘোষণা করেছে।
জিবাগবো পদত্যাগ না করলে জোট থেকে সাময়িক বহিষ্কারের হুমকি দিয়েছে ইকোয়াস।
বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, ২৭ ডিসেম্বর, ২০১০