ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় দু’মাসে সোয়াইন ফ্লুতে ২২ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১০
শ্রীলঙ্কায় দু’মাসে সোয়াইন ফ্লুতে ২২ জন নিহত

কলম্বো: শ্রীলঙ্কায় গত দু’মাসে সোয়াইন ফ্লুতে ২২ জন নিহত এবং প্রায় ৩০০ জনেরও বেশি আক্রান্ত হয়েছে। সোমবার দ্বীপরাষ্ট্রটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।



সরকারি পরিসংখ্যানে দেখানো হয়েছে, ২৫ অক্টোবর থেকে এ পর্যন্ত এইচ১এন১ ভাইরাসে আক্রান্ত হয়ে ২২ জন মারা গেছে। আরও ৩৪২ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে।

এই ভাইরাস মানুষের ফুসফুসকে আক্রান্ত করে। নিউমোনিয়া রোগে মানুষ আক্রান্ত হয়। সরকারের মহামারী বিষয়ক বিশেষজ্ঞ সুদাথ পেইরিস বলেন, ভারি বৃষ্টিপাত এবং ঠাণ্ডা আবহাওয়ার কারণে এই ভাইরাস খুব দ্রুত ছড়িয়ে পড়ে।  

মন্ত্রণালয় থেকে জনগণকে কোলাহলপূর্ণ স্থান এড়িয়ে চলতে পরামর্শ দেওয়া হয়েছে। সরকারি ফোনকেন্দ্রগুলোকে দিনে অন্তত আটটবার জীবাণুমুক্ত করার আদেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ২৭ ডিসেম্বর,২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।