ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দুর্বল হচ্ছে আফগানিস্তানের নিরাপত্তা: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১০

কাবুল: জাতিসংঘের গোপন মানচিত্রে দেখা গেছে যে আফগানিস্তানে বছর জুড়েই নিরাপত্তা ব্যবস্থা ছিল অত্যন্ত দুর্বল। যদিও হোয়াইট হাউস দাবি করে আসছে যে তাদের কৌশল খুব ভালভাবে কাজ করছে ।



ওয়্যাল স্ট্রিট জার্নালে সোমবার এ রিপোর্ট প্রকাশ করা হয়। রিপোর্টে জাতিসংঘের দু’টি মানচিত্রের মধ্যে তুলনা করা হয়। এদের একটিতে এ বছরের মার্চে সংঘর্ষ শুরুর সময় এবং অপরটিতে অক্টোবরের অবস্থা প্রকাশ করা হয়েছে।

দক্ষিণাঞ্চলের অবস্থা পূর্বের মতোই অত্যন্ত ঝুঁকিপূর্ণ রয়েছে। পাশাপাশি উত্তর ও পূর্বাঞ্চলের ১৬টি শহরের অবস্থা আগের চেয়ে আরও ঝুঁকিপূর্ণ হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এ মাসের শুরুতেই তার রণকৌশল প্রকাশ করেছেন। ২০১৪ সালের মধ্যে আফগান বাহিনীর হাতে নিরাপত্তা ব্যবস্থা তুলে দেবার পরিকল্পনা করে যুক্তরাষ্ট্র গত বছর আফগানিস্তানে প্রায় ৩০,০০০ অতিরিক্ত সেনা নিয়োগ করে।

২০১১ সালের জুলাইতে আফগানিস্তান থেকে সীমিত সংখ্যক সেনা প্রত্যাহারের সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, ২৭ ডিসেম্বর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।