ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে জাতিসংঘের খাদ্যবিতরণ স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১০

ইসলামাবাদ: পাকিস্তানের আদিবাসী অধ্যুষিত এলাকা বাজাউর অঞ্চলে আত্মঘাতী বোমা হামলায় ৪০ জনের বেশি নিহত হওয়ার ঘটনার পর জাতিসংঘ সোমবার ওই অঞ্চলে খাদ্যবিতরণ কর্মসূচি স্থগিত করার ঘোষণা দিয়েছে।

বছরের পর বছর তালেবান জঙ্গিদের সঙ্গে পাকিস্তানি সেনাদের যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত এ অঞ্চলের প্রায় তিন লাখ মানুষ ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি)-এর রেশন ব্যবস্থার ওপর নির্ভরশীল।

জাতিসংঘের  এই সিদ্ধান্তের কারণে বাজাউরের ঐ বিপুল সংখ্যক মানুষ বিপদে পড়বে।

ডব্লিউএফপির মুখপাত্র জ্যাকি ডেন্ট এএফপিকে জানান, ‘বাজাউরে ডব্লিউএফপি খাদ্য বিতরণ কেন্দ্রের কয়েকশ মিটারের মধ্যেই পুলিশ চেকপোস্টে হামলার ঘটণার কারণে সাময়িকভাবে খাদ্য বিতরণ কর্মসূচি স্থগিত করা হয়েছে। ’

তিনি আরও বলেন, ‘আমরা জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে যত শীঘ্র সম্ভব আবার এ কর্মসূচি শুরু করব। ’

ডব্লিউএফপি এ বছরে উত্তরপশ্চিমাঞ্চলের গৃহহীন প্রায় ২৬ লাখ মানুষকে স্বাভাবিক জীবনে ফিরতে সহায়তা প্রদান করেছে।

বাজাউরের প্রায় দুই লাখ ৯৪ হাজার গৃহহীন মানুষকে ২০০৮ সাল থেকে রেশন সরবরাহ করে আসছে জাতিসংঘের এই প্রতিষ্ঠান।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ২৭ ডিসেম্বর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।