মস্কো: বর্তমানে জেল হাজতে থাকা তেলসম্রাট মিখাইল খোদোরকোভস্কি দ্বিতীয়বারের মতো সোমবার দোষী সাব্যস্ত করেছেন মস্কোর একটি আদালত।
আদালত খোদোরকোভস্কি এবং তার সঙ্গে অভিযুক্ত প্লাতোন লেবেদেভকে অর্থ আত্মসাৎ এবং জালিয়াতির মামলায় দোষী প্রমাণ করেছেন।
১৯৯৮ থেকে ২০০৩ সালের মধ্যে তেল কোম্পানি ইউকোস থেকে ২১ কোটি ৮ লাখ মিলিয়ন টন তেল আত্মসাতের ঘটনায় তাকে দোষী প্রমাণ করা হয়েছে। আসামী পক্ষ জানায়, অভিযোগটি হাস্যকর।
এছাড়াও তাদের বিরুদ্ধে আত্মসাৎ করা তেল বিক্রী করে পাওয়া এক হাজার ছয়শ কোটি মার্কিন ডলার জালিয়াতি এবং সাতশ ৫০ কোটি ডলার আত্মসাৎ করার অভিযোগ প্রমাণিত হয়েছে। খোদোরকভস্কির আইনজীবী ভাদিম কিউভগান্ত এ তথ্য জানান।
শুনানি চলতে থাকায় এখনো মামলার রায় ঘোষণা করা হয়নি।
রাশিয়ার একসময়ের সবচেয়ে ধনী ব্যক্তি খোদোরকোভস্কি (৪৭) ইতিমধ্যে আদালতে দেওয়া আট বছরের সাজা ভোগ করছেন। তার সমর্থকেরা দাবি করছে এটা সরকারের মিথ্যা গল্প।
বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, ২৭ ডিসেম্বর, ২০১০