ইসলামাবাদ: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যার পরিকল্পনাকারী সম্পর্কে যথেষ্ট তথ্য পায়নি বলে সোমবার পাকিস্তানের জনপ্রিয় দৈনিক দি ডন এ তথ্য প্রকাশ করেছে।
দৈনিকটির সম্পাদকীয়তে বলা হয়েছে, ‘বেনজির হত্যাকাণ্ড একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলা।
এতে বলা হয়, বেনজির হত্যাকাণ্ডের তিন বছরপূর্ণ হলেও হামলা এবং আততায়ী সম্পর্কে পর্যাপ্ত তথ্য পেতে ব্যর্থ হয়েছে।
২০০৭ সালে ২৭ ডিসেম্বর রাওয়ালপিণ্ডির একটি নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের সময় আততায়ীদের গুলিতে নিহত হন বেনজির। সিসিটিভি ক্যামেরায় একজন কিশোরকে বেনজিরের মাথা লক্ষ্য করে গুলি ছুড়তে দেখা যায়। একই সময়ে আত্মঘাতী বোমা হামলায় ওই সমাবেশের ২৪ জন নিহত হয়েছিল।
এই ঘটনায় গ্রেপ্তার হওয়া পুলিশ কর্মকর্তারা জানিয়েছে, গোয়েন্দা সংস্থার চার কর্মকর্তার সঙ্গে হত্যাকারীদের সংযোগ ছিল। মোশাররফের সরকার হত্যাকাণ্ডের জন্য তালেবানকে জন্য দায়ী করেছিল।
বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১০