পাকিস্তান: পাকিস্তানের ক্ষমতাসীন জোটের একটি গুরুত্বপূর্ণ দলের দুই মন্ত্রী দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করছেন। মঙ্গলবার
পাকিস্তান জোট সরকারের দ্বিতীয় বৃহত্তম দল মুত্তাহিদা কওমি মুভমেন্টের (এমকিউএম) ক্রমাগত দুর্নীতি এবং জিনিসপত্রের মূল্যবৃদ্ধিই এই সিদ্ধান্তের মূল কারণ।
এ মুহূর্তে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতৃত্বাধীন জোট পার্লামেন্ট মোট ১৮১ আসন নিয়ে আছে। এর মধ্যে এমকিউএমের আসন রয়েছে ২৫টি। পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখার জন্য ১৭২টি আসন প্রয়োজন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির জোট সরকার থেকে তাদের সমর্থক ছোট একটি দল সরে দাঁড়ানোর কয়েক সপ্তাহ পরেই আরেকটি দল ছেড়ে যাওয়ার ঘোষণা দিল।
এমকিউএম সোমবার জানায়, ‘প্রাথমিক পদক্ষেপ কেন্দ্রীয় মন্ত্রিসভার দুই মন্ত্রী পদত্যাগ করবেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ’
বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, ২৮ ডিসেম্বর ২০১০