ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানে মোসাদের গুপ্তচরের ফাঁসি কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১০
ইরানে মোসাদের গুপ্তচরের ফাঁসি কার্যকর

তেহরান: ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের পক্ষে কাজ করার অভিযোগে মঙ্গলবার ইরানে এক ব্যক্তির ফাঁসির রায় কার্যকর করা হয়েছে।

তেহরান আদালতের বরাত দিয়ে ইরানের সরকারি বার্তাসংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।



আলী আকবর সিয়াদাত নামক ওই ব্যক্তির বিরুদ্ধে মোসাদের কাছে ইরানের ক্ষেপণাস্ত্র সম্পর্কিত তথ্য পাচারের অভিযোগ ছিল। ছয় বছর ধরে মোসাদের সঙ্গে সম্পর্ক ছিল তার।

ইরনায় প্রকাশ করা হয়, সিয়াদাতকে ইহুদি দেশটিতে তথ্য পাচারের বিনিময়ে ৬০ হাজার মার্কিন ডলার দেওয়া হয়।

সিয়াদাত তার সঙ্গে ইসরাইলি দূতাবাসের সঙ্গে যোগাযোগের কথা স্বীকার করেছেন।

ইরানি সেনাবাহিনীর তথ্য পাচারের কাজও করেছেন তিনি। ইরনায় প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, এই কাজের জন্য তিন বছর আগে সিয়াদাতকে একটি কম্পিউটার এবং আরও বিভিন্ন যন্ত্রপাতি দেয়া হয়েছে।

সিয়াদাত তুরস্ক, থাইল্যান্ড এবং নেদারল্যান্ডের বিভিন্ন হোটেলে গিয়ে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সদস্যদের সঙ্গে যোগাযোগ করতেন।

দুই বছর আগে স্ত্রীসহ ইরান ছেড়ে যাবার সময় তাকে গ্রেপ্তার করা হয়।

ইরানের গণমাধ্যমে রবিবার প্রকাশ করা হয়, আরও একজন ইরানিকে ইসরাইলের পক্ষে কাজ করার জন্য ফাঁসি দেওয়া হয়েছে। ফাঁসি কার্যকর করার পর তার পরিচয় প্রকাশ করা হবে।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, ২৮ ডিসেম্বর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।