ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

২০১০ সালে চলে গেলেন যারা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১০
২০১০ সালে চলে গেলেন যারা

শেষ হয়ে যাচ্ছে ২০১০ সাল। আর মাত্র কয়েকটা দিন।

এই এক বছরে নানা রকম ঘটনা ঘটেছে। তার মধ্যে আছে অনেক বিয়োগের ঘটনা। যোগবিয়োগের নানা ঘটনা ঘটবেই। এটা অবধারিত জানার পরেও কিছু ঘটনা আমাদের ব্যথিত করে। মৃত্যু তেমনই একটি বিষয়। ২০১০ সালে কয়েকটি আলোচিত মৃত্যু...

- হিরোশিমা এবং নাগাসাকিতে যুক্তরাষ্ট্রের পরমাণু বোমা হামলার একমাত্র প্রত্যক্ষ সাক্ষী হিসেবে বেঁচে ছিলেন সুতমো ইয়ামাগুচি। তিনি ৯৩ বছর বয়সে জানুয়ারিতে নাগাসাকিতে মারা যান।

- ‘লাভ স্টোরি’ বই লিখে বিখ্যাত হন এরিখ সেগাল। জানুয়ারিতে তিনি ৭২ বছর বয়সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

- নোবেল এবং সেরভানতেস পুরস্কার বিজয়ী স্প্যানিশ লেখক মিগুয়েল দেলিবেস ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

- পোল্যান্ডের রাষ্ট্রপতি লেখ কাকজিনস্কি ষাট বছর বয়সে তার স্ত্রী এবং ৯৪ জন যাত্রীসহ রাশিয়ায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত হন।

- হুয়ান আন্তোনিও সামারাঞ্চ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট হিসেবে ২১ বছর দায়িত্ব পালন করে এ বছর ৮৯ বছর বয়সে বার্সেলোনায় মৃত্যুবরণ করেন।

- নাইজেরিয়ার প্রেসিডেন্ট উমারু ইয়ারাদুয়া দীর্ঘদিন অসুস্থ থেকে ৫৮ বছর বয়সে মারা যান।

- যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গদের জ্যাজ সংগীত তারকা এবং মানবাধিকার রক্ষা আন্দোলনের অন্যতম প্রবক্তা লেনা হর্ন এ বছর নিউইয়র্কে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

- হোসে সারামাগো নামের পর্তুগিজ এই লেখক ১৯৯৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান। জুনে মাতৃভূমি ক্যানারি দ্বীপে ৮৭ বছর বয়সে তিনি মারা যান।

- ১৯৭০-এর দশকে চীনের সাংস্কৃতিক বিপ্লবের নেতৃত্বে ছিলেন চীনের চিত্রশিল্পী উ গুয়াংঝং। বেইজিং এর একটি হাসপাতালে নব্বই বছর বয়সে মারা যান।

- ১৯৫৬ সালে বিমান চলাচলের যাবতীয় তথ্য সংরক্ষণ করার ‘ব্ল্যাক বক্স’ আবিষ্কার করেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ারেন । চলতি বছরের জুলাইয়ে ৮৫ বছর বয়সে তিনি মারা যান।

- কাদ শ্যাব্র ফরাসি চলচ্চিত্রের নতুন ধারার (নিউ ওয়েভ) সূচনা করেন। চলচ্চিত্র তৈরির জন্য তিনি ১৯৫০ এর শেষের দিকে ‘নিউ ওয়েভ ফিল্ম’ নামে একটি সংগঠন করেন। এই সংগঠনে তৈরি সিনেমার পরিচালক ছিলেন তিনি। আশি বছর বয়সে তিনি মারা যান।

- ১৯৯১ সালে রাশিয়ার প্রেসিডেন্ট মিখাইল গর্ভাচেভের বিরুদ্ধে একটি ব্যার্থ সামরিক অভ্যুত্থান পরিচালনা করেন গেনাদি ইয়ানায়েভ। এ বছর মস্কোর একটি হাসপাতালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৩ বছর।

- মেরেলিন মনরোর বিপরীতে ‘সাম লাইক ইট হট’ চলচ্চিত্রে অভিনয় করেন যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র তারকা টনি কার্টিস। ৮৫ বছর বয়সে নেভাডা অঙ্গরাজ্যে তার মৃত্যু হয়।

- ফরাসি-আমেরিকান গণিতবিদ ও ফ্র্যাকটাল জ্যামিতির জনক বেনোই মঁদেলব্র ৮৫ বছর বয়সে ম্যাসাচুসেটসে মারা যান।

- আর্জেটিনার প্রাক্তন প্রেসিডেন্ট এবং বর্তমান প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ দে কিরচনারের স্বামী নেস্টর কিরচনার ৮০ বছর বয়সে মারা যান।

- বরিস ইয়েৎসিনের শাসনামলের সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর চের্নোমিরদিন দীর্ঘদিন অসুস্থ থেকে ৭২ বছর বয়সে মারা যান।

- স্টার ওয়ারস সিরিজের চলচ্চিত্র ‘দ্য এম্পায়ার স্ট্রাইকস ব্যাক’-এর নির্মাতা যুক্তরাষ্ট্রের আরভিন কেরশনার ৮৭ বছর বয়সে লসঅ্যাঞ্জেলেসে মারা যান।

- নিউট্রন পরমাণু বোমার আবিষ্কারক স্যামুয়েল কোহেন ৮৯ বছর বয়সে মারা যান। ভবন অক্ষত রেখে এ বোমায় মানুষ হত্যা করা সম্ভব।

- যুক্তরাষ্ট্রের প্রবীণ কূটনীতিক রিচার্ড হলব্রুক হৃদযন্ত্রে অস্ত্রোপচারের সময় এ বছর ডিসেম্বরে মারা যান। তিনি তিন বছর ধরে চলা বসনিয়া যুদ্ধ বন্ধে ও ১৯৯৫ সালে শান্তিচুক্তি বাস্তবায়নে মুখ্য ভূমিকা পালন করেন।

- অস্কার পুরস্কার জয়ী পরিচালক ব্লেক এডওয়ার্ডস ৮৮ বছর বয়সে মারা যান। তিনি ‘পিংক প্যান্থার’ এবং ‘ব্রেকফাস্ট অ্যাট টিফানিস’ চলচ্চিত্রগুলো পরিচালনা করেন।


এএফপি অবলম্বনে রাবেয়া আশরাফী পিংকি

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, ২৮ ডিসেম্বর ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।