ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জাহাজ ডুবে ভিয়েতনামের ১১ নাবিক নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১০
জাহাজ ডুবে ভিয়েতনামের ১১ নাবিক নিখোঁজ

হ্যানয়: দক্ষিণ চীন সাগরে একটি মালবাহী জাহাজ ডুবে ১১ ভিয়েতনামী নাবিক নিখোঁজ হয়েছেন। ঝড়ো বাতাসে জাহাজটি ডুবে যায় বলে বুধবার এক উদ্ধারকর্মী জানিয়েছেন।



মঙ্গলবার সকালে ব্যা রিয়া- ভাঙ্গ তায়ু উপকূল থেকে ৪০০ কিলোমিটার দূরে ভ্যান ডন- ২ নামের জাহাজটি ডুবে যায়। তবে এরই মধ্যে জেলেরা ১২ জন নাবিককে উদ্ধার করেছেন। দক্ষিণাঞ্চলের প্রদেশের অনুসন্ধান ও উদ্ধার কেন্দ্রের বুই গোক ট্রাই জানান।

তবে খারাপ আবহাওয়ার জন্য তাদের অনুসন্ধান কাজ বিঘিœত হচ্ছে বলেও জানান তিনি।

জাহাজটি উত্তরাঞ্চলের কুয়াঙ্গ নিনাহ প্রদেশে অবস্থিত কুয়াঙ্গ নিনাহ নৌ পরিবহন প্রতিষ্ঠানের মালিকানাধীন বলে জানা যায়।

বাংলাদেশ স্থানীয় সময়: ১১৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।