ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ায় সেনা বিমান বিধ্বস্ত নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১০
রাশিয়ায় সেনা বিমান বিধ্বস্ত নিহত ১১

মস্কো: রাশিয়ার কেন্দ্রীয় অঞ্চল তুরায় মঙ্গলবার একটি সেনা বিমান বিধ্বস্ত হয়ে ১১ জন নিহত হয়েছে। বুধবার একজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা ইতার-তাস এ তথ্য জানায়।



প্রতিবেদনে বলা হয়, বিমান বাহিনীর এন্টোনভ এন-২২ বিমানটিতে ১১ জন যাত্রীই ছিলো। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রিয়া নভোস্তি জানায়, বিমানে প্রায় ১২ জন যাত্রী ছিলেন।

মন্ত্রণালয় সূত্রে জানাগেছে, বুধবার সকালে মস্কোর প্রায় ২০০ কিলোমিটার দক্ষিণাঞ্চল তুরা থেকে বিমানটি বিধ্বস্ত অবস্থায় পাওয়া গেছে।

এর আগে মঙ্গলবার রাত ৯ টা ৩০ মিনিটের দিকে রাডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। তবে ইঞ্জিন বিকল হয়ে দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে সুত্র জানিয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১২১২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।