ঢাকা: বাড়িতে কী ২০০৫ সালের পুরানো ক্যালেন্ডার আছে? থাকলে ভুল করেও তা নষ্ট করবেন না। এখনই বের করে ঝেড়েমুছে ফেলুন।
আশ্চর্যভাবে দুটি বছরের বার, দিন একেবারে হুবহু মিলে যাচ্ছে এবার। দুটি বছরের শুরু হচ্ছে শনিবার। দুটি ক্ষেত্রেই ২৬ জানুয়ারি পড়েছে বুধবার।
২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত সময়ের চাকা এমনভাবে ঘুরেছে যে, প্রায় অসম্ভব ব্যাপারটা সম্ভব হয়েছে। ২০০৫ ও ২০১১ সালের ক্যালেন্ডার তাই হয়েছে যমজের মতো। খবর পিটিআই।
বাংলাদেশ সময়: ০৭৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১০