এথেন্স: গ্রিসের রাজধানী এথেন্সের একটি আদালতের বাইরে বৃহস্পতিবার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।
বিস্ফোরণের একটি সতর্ক বার্তার মাধ্যমে পুলিশ ওই স্থানটি থেকে মানুষকে সরিয়ে নিতে সক্ষম হয়।
টেলিভিশন ফুটেজে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আদালত ভবনের বেশ কয়েকটি জানালার ভেঙে যায়।
টেলিফোন বুথের স্থানীয় একজন মালিক অলন্টার টেলিভিশনকে বলেন, ‘এটা বেশ জোরালে বিস্ফোরণ ছিল। ’ বিস্ফোরণের ৪০ মিনিট আগেই ওই টেলিভিশন কর্তৃপক্ষকে ফোন করে এ বিষয়ে সতর্ক করা হয়।
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১০