ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রাস্তায় বিমানের জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৩
রাস্তায় বিমানের জরুরি অবতরণ

ঢাকা: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি রাজপথে জরুরিভাবে বিমান অবতরণ করেছেন এক পাইলট। যান্ত্রিক ত্রুটির কারণে তিনি বাধ্য হয়ে রাস্তায় বিমানটি নামান।

বিচক্র্যাফট টি ৩৪ মেন্টর ট্রেইনার বিমানটির এক ক্রেতাও ছিলেন উড়ন্ত বিমানে। ক্রেতাকে উড়িয়ে দেখানোর পর বিমানটি নিয়ে স্প্রুস ক্রিট বিমানবন্দরে ফিরছিলেন পাইলট।

কিন্তু হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। বিমানবন্দরে গেলে দুর্ঘটনা ঘটতে পারে-এমন আশঙ্কায় বিমানটি ফ্লোরিডার স্টেট রোড ৪১৫তে অবতরণ করান।

বুদ্ধিদীপ্ত পাইলট নিরাপদে বিমান রাস্তায় অবরোধ করান। চেকআপ শেষে ফের উড্ডয়ন করে বিমানবন্দরে চলে যান পাইলট।

ওই ঘটনায় কেউ আহত হয়নি। বিমানটি দুর্ঘটনায় পতিত না হওয়ায় এ নিয়ে কোনো তদন্তও করবে না মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৩
এসএফআই/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।