ওয়াশিংটন: ওয়াশিংটন-কারাকাসের মধ্যকার কূটনৈতিক বিবাদ আরও তীব্র আকার ধারণ করেছে।
হুগো শ্যাভেজ ভেনিজুয়েলায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে প্রত্যাখ্যান করার পর ওয়াশিংটনে নিযুক্ত কারাকাসের কূটনীতিক বারনার্দো অ্যালভারেসের ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কারাকাসের সঙ্গে কূটনৈতিক যোগযোগ চালিয়ে যাওয়ার কথা জানানোর কয়েক ঘণ্টার মধ্যেই ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী তেমির পরাস তার টুইটার অ্যাকাউন্টে লেখেন, ‘আমি নিশ্চিত করে বলছি, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বারনার্দো অ্যালভারেসের ভিসা প্রত্যাহার করা হয়েছে। ’
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্ক টোনার জাুিনয়েছেন, রাষ্ট্রদূত প্রত্যাহার করার ব্যাপারে হুগো শ্যাভেজের সিদ্ধান্তে জবাব হিসেবে ভেনেজুয়েলার রাষ্ট্রদূতের ভিসা ভিসা বাতিল করা হয়েছে।
তিনি বলেন, ‘ভেনিজুয়েলার সরকার আমাদের মনোনীত ল্যারি পালমারকে প্রত্যাখ্যান করার ধারাবাহিকতা হিসেবে আমরা উপযুক্ত ও অনুরূপ পাল্টাব্যবস্থা নিয়েছি। ’
বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, ৩০ ডিসেম্বর, ২০১০