ঢাকা: ৫০ বছর বয়স তার! কিন্তু এই বয়সেও কিশোরের মতো চেহারা থাকায় নিরাপত্তাকর্মীদের বকুনি খেতে হলো তাকে! শুধু বকুনিই নয়, বারে মদ কিনতে গিয়ে বয়স আঠারো বছরের উর্ধ্বে প্রমাণ করতে নিরাপত্তাকর্মীদের তীব্র জেরার মুখেও পড়তে হলো তাকে।
যুক্তরাজ্যের ওয়েস্ট ইয়র্কশায়ার কাউন্টির হাডারসফিল্ডের বাসিন্দা তিন সন্তানের জনক এই ‘পঞ্চাশোর্ধ কিশোর’র নাম চার্লস ব্রাউন।
পেশায় ইন্ডাস্ট্রিয়াল ট্রাক ড্রাইভার চার্লস সম্প্রতি তার আবাসিক ভবনের পার্শ্ববর্তী মোরিসন্স বারে যান মদ কিনতে। কিন্তু এই বয়সেও তার চেহারার মধ্যে কৈশোর ভাব থেকে যাওয়ায় নিরাপত্তাকর্মী থেকে শুরু করে বারের ম্যানেজার কেউই মদ দিতে চাননি। বরং তিনি যে আঠারো বছর পেরিয়েছেন এ ব্যাপারে কাগজপত্রও দেখাতে বলেন।
অনেক তর্ক-বিতর্ক শেষে চার্লস নিরাপত্তাকর্মীদের বোঝাতে সমর্থ হন যে, তিনি ৫০ বছরের একজন বয়স্ক মানুষ এবং মদ কেনার ব্যাপারে তার লাইসেন্স রয়েছে।
তবে জেরার বিষয়টিকে হালকাভাবেই নিয়েছেন চার্লস। তিনি বলেন, আমি জানি আমার চেহারা দেখে মনে হয় না বয়স ৫০ বছর। কিন্তু এটাওতো গ্রহণযোগ্য নয় যে আমি ২৫ বছরের নিচে!
মোরিসন্স’র একজন মুখপাত্র দুঃখ প্রকাশ করে বলেছেন, এ ঘটনাকে চার্লস হালকভাবে নেবেন বলে আশা করছি আমরা।
উল্লেখ্য, ‘চ্যালেঞ্জ ২৫’ নামে একটি আইন রয়েছে যুক্তরাজ্যের বারগুলোতে। এই আইন অনুসারে যাদের দেখতে ২৫ বছরের কম হবে তাদের বয়সের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেন বারের কর্মচারীরা।
বাংলাদেশ সময়: ২২২৯ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৩
এইচএ/আরআইএস