ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ত্রিপুরায় আয় বেড়েছে মানুষের

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৫, অক্টোবর ৩, ২০১৩

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরায় শেষ এক বছরে মানুষের আয় বেড়েছে প্রায় পাঁচ হাজার টাকা। ২০১১-১২ অর্থ বছরে যেখানে রাজ্যের মানুষের বাৎসরিক আয় ছিল ৫০ হাজার ১’শ ৭৫ টাকা, সেখানে ২০১২-১৩ সালে তা বেড়ে হয়েছে ৫৫ হাজার চার টাকা।

জাতীয় নমুনা সংগঠন এবং যোজনা কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি দেশের জাতীয় আয় এবং বাৎসরিক আয় সম্পর্কিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে দেখা গেছে, আর্থিক টালমাটাল অবস্থার মধ্যেও দেশের আয় বেড়েছে। যার কারণে বেড়ে গেছে দেশের মানুষের মাথাপিছু গড় আয়।

২০১১-১২ আর্থিক বছরে দেশের মানুষের মাথাপিছু গড় আয় ছিল ৬১ হাজার ৫’শ ৬৪ টাকা। এক বছর পর অর্থাৎ ২০১২-১৩ অর্থ বছরে তা বেড়ে হয়েছে ৬৮ হাজার ৬’শ ৪৭ টাকা। ২০১১-১২ অর্থ বছরে ত্রিপুরার মানুষের গড় আয় ছিল ৫০ হাজার ১’শ ৭৫ টাকা। ২০১২-১৩ অর্থ বছরে রাজ্যের মানুষের মাথাপিছু আয় বেড়ে হয়েছে ৫৫ হাজার চার টাকা।

কেন্দ্রের তেন্ডুলকর কমিটির প্রতিবেদন অনুযায়ী ত্রিপুরায় গরিব মানুষের সংখ্যা ১৪.০৫ শতাংশ। রাজ্যের গ্রামগুলোতেই তুলনামূলকভাবে গরিব মানুষ বেশি বাস করেন। গ্রামে গরিব মানুষের সংখ্যা ১৬.৫৩ শতাংশ। আর শহরে গরিব মানুষের সংখ্যা ৭.৪২ শতাংশ।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৩
কেএইচকিউ/জেসিকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।