ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দলছুট নেতাদের সঙ্গে সুচির সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১০
দলছুট নেতাদের সঙ্গে সুচির সাক্ষাৎ

ইয়াঙ্গুন: মিয়ানমারের বিরোধিদলীয় নেতা অং সান সূচি বৃহস্পতিবার তার দলছুট সাবেক সহকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই সহকর্মীরা নির্বাচন বয়কট করার ব্যাপারে সূচির সঙ্গে দ্বিমত পোষণ করে নতুন দল গঠন করে বিতর্কিত নির্বাচনে অংশগ্রহণ করেছিল।



নতুন গঠিত ওই দলের নাম ন্যাশনাল ডেমোক্র্যাটিক ফোর্স (এনডিএফ)। এই দলের তিনজন নেতার সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন। উল্লেখ্য, গৃহবন্দিত্ব থেকে মুক্তি পাওয়ার পর কোনো দলের সঙ্গে সুচির এটাই প্রথম বৈঠক।

এনডিএফ নেতা খিন মুয়াং সুই বলেন, ‘এটি শুধুমাত্র একটি ব্যক্তিগত বৈঠক। আমরা রাজনীতি নিয়ে কোনো আলোচনা করিনি। আমরা আবার সাক্ষাৎ করব। ’

উল্লেখ্য, সূচির নির্বাচন বয়কটের সিদ্ধান্তে সম্মত না হয়ে ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নির্বাচনপন্থী উচ্চপর্যায়ের নেতারা নতুন দল এনডিএফ গঠন করেন। পরে এই দল নির্বাচনে অংশগ্রহণ করলে ১৬ টি আসন পায়। কিন্তু তারা অভিযোগ করে যে জান্তা সমর্থিত দল নির্বাচনে কারচুপি করেছে।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, ৩০ ডিসেম্বর ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।