সুলাইমানিয়া: উত্তর ইরাকে কুর্দি বিদ্রোহীদের লক্ষ্যবস্তুতে শুক্রবার রাতে বিমান হামলা চালিয়েছে তুরস্ক। হামলায় একজন আহত হয়েছে।
ইরান সীমান্ত সংলগ্ন ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দি এলাকা সিদাকানে স্থানীয় সময় রাত তিনটায় শুরু হওয়া বিমান হামলা একঘন্টা স্থায়ী ছিল বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা।
ইরান ও তুরস্কের সীমান্তে অবস্থিত কোয়ানদিল পাহাড়ের পাদদেশের গ্রামগুলো ছিল হামলা লক্ষ্যস্থল। হামলায় এক বেসামরিক ব্যক্তি আহত এবং বেশ কিছু খামার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, আঙ্কারা কর্তৃক নিষিদ্ধ ঘোষিত কুর্দিশ ওয়ার্কার্স পার্টি (পিকেকে) ১৯৮৪ সালের অগাস্ট থেকে নিজস্ব আইন প্রতিষ্ঠার জন্য প্রচার চালিয়ে আসছে।
দীর্ঘ ২৬ বছর ধরে চলা সংঘর্ষে এ পর্যন্ত ৪৫ হাজার মানুষ নিহত হয়েছে।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জুলাই ১০, ২০১০