ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দালাই লামার সঙ্গে ভারতীয় পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৭ ঘণ্টা, জুলাই ১০, ২০১০
দালাই লামার সঙ্গে ভারতীয় পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ

ধর্মশালা: ভারতের পররাষ্ট্র সচিব নিরূপমা রাও শনিবার তিব্বতের নির্বাসিত ধর্মীয় নেতা দালাই লামার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এসময় তারা দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করেন বলে জানিয়েছেন দালাই লামার মুখপাত্র তেনজিন তাকলহা।



তবে তিব্বতের নির্বাসিত সরকারের মূলকেন্দ্র ধর্মশালায় দালাই লামার এই বৈঠক সম্পর্কে বিস্তারিত আর কিছুই জানাননি তিনি।

অর্ধ শতাব্দিরও আগে তিব্বতে চীনের দমনাভিযানের শুরুর পর থেকে ভারতে নির্বাসিত জীবন কাটাচ্ছেন দালাই লামা।

চলতি সপ্তাহে ৭৫-এ পা রাখা দালাই লামার সঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা নিরূপমা রাও-এর এই বৈঠক সম্পর্কে ভারত সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেননের সঙ্গে চীন সফরের কয়েকদিন পরই ধর্মশালা সফরে গেলেন রাও। চীন সফরে রাও দেশটির শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেন।

রাও এবং দালাই লামার মধ্যকার বৈঠকে ভারতে বসবাসকারী নির্বাসিত তিব্বতিদের বিষয়ে আলোচনা হতে পারে বলে ভারতের বিভিন্ন সংবাদপত্রের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।  

ভারতে ১৯টি বসতিতে এক লাখেরও বেশি নির্বাসিত তিব্বতি বসবাস করছে।

বাংলাদেশ সময় ২০৪২ ঘণ্টা, জুলাই ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।