ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ড্রাইভিং নিষেধাজ্ঞা অমান্য করায় সৌদিতে ১৬ নারীকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৩
ড্রাইভিং নিষেধাজ্ঞা অমান্য করায় সৌদিতে ১৬ নারীকে জরিমানা

ঢাকা: গাড়ি চালনার ওপর নিষেধাজ্ঞা অমান্য করায় সৌদি আরবে ১৬ নারী অধিকারকর্মীকে আটক করে জরিমানা করেছে দেশটির পুলিশ।

রিয়াদ পুলিশের সহকারী মুখপাত্র কর্নেল ফাওয়াজ আল মিমান সংবাদ মাধ্যমগুলোকে জানান, দেশের ঐতিহ্যগত আইন অমান্য করে রাজধানীর রাস্তায় গাড়ি চালনার সময় ৬ নারীকে আটক করে ৩০০ রিয়াল (৬২২৫ টাকা) করে জরিমানা করা হয়েছে।



তিনি বলেন, বাবা, স্বামী, ভাই, নাতি কিংবা চাচা-মামাকে সঙ্গে নিয়ে রাস্তায় গাড়ি চালানোর সময় আটক এই নারীরা ভবিষ্যতে ‘রাষ্ট্রের আইনকে সম্মান করবেন বলে অঙ্গীকারনামায় স্বাক্ষর করেছেন’।

এদিকে, জেদ্দায় আরও দুই নারীকে আটক করে জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন শহর পুলিশের মুখপাত্র নওয়াফ আল বুক।

অন্যদিকে, দেশের পূর্বাঞ্চলীয় একটি রাজ্যে ৬ জন ও দেশের অন্য অঞ্চলে আরও দুইজনকে আটক করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এর আগে, রোববার গাড়ি নিয়ে রাস্তায় নামতে নারীদের প্রতি আহ্বান জানায় দেশটির অধিকার সংগঠনগুলো। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে গাড়ি চালনায় নারীদের অধিকার দানের দাবিতে চলা এসব প্রচারণার প্রতি হুঁশিয়ারি দিয়ে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, রাষ্ট্রের আইন লঙ্ঘন করলে যে কারও বিরুদ্ধে পদক্ষেপ নিতে বাধ্য হবে প্রশাসন।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৩
এইচএ/জেসিকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।