ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিবিসির সম্প্রচার নীতি সংস্কারে চাপ টরি মন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৩
বিবিসির সম্প্রচার নীতি সংস্কারে চাপ টরি মন্ত্রীর

ঢাকা: ব্রিটিশ ব্রডকাস্টস করপোরেশনের (বিবিসি) সম্প্রচার নীতিতে সংস্কার চেয়ে হুঁশিয়ারি দিয়েছেন এক টরি মন্ত্রী।

কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান গ্রান্ট শ্যাপস বলেছেন, বিবিসির লাইসেন্স ফি বাবদ প্রাপ্ত অর্থের পরিমাণ কমানো জরুরি যদি প্রতিষ্ঠানটি ‘গোপনীয়তার সংস্কৃতি’তে পরিবর্তন না আনে এবং জনগণের আস্থা পুনরুদ্ধার করতে না পারে।



তিনি হুঁশিয়ারি দিয়েছেন, নীতিতে পরিবর্তন না আনলে বাৎসরিক ফি বাবদ ৩৬ লাখ পাউন্ড তহবিলে সংগ্রহের একচেটিয়া সুযোগ হারাতে হবে বিবিসিকে। পরিবর্তন না হলেও অন্য সম্প্রচার মাধ্যমগুলোর সঙ্গে লাইসেন্স ফি ভাগাভাগি করতে হবে।

যুক্তরাজ্যে টেলিভিশন রয়েছে এমন প্রতিটি পরিবার, কোম্পানি বা প্রতিষ্ঠান  থেকে বছরে লাইন্সেস বাবদ ১৪৫.৫ পাউন্ড পায় বিবিসিকে। বিবিসি সংস্কার করতে ব্যর্থ হলে এ হারে অর্থ দেওয়া বেশি হবে বলে মন্তব্য করেছেন তিনি।

তিনি সানডে টেলিগ্রাফকে জানান, সম্প্রচার মাধ্যমটির ‘আরও স্বচ্ছ হওয়া’ ও তার ‘গোপনীতার সংস্কৃতিতে পরিবর্তন’ আনা জরুরি।

বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিবর্তনে বিবিসির প্রধানদের হস্তক্ষেপকে সমালোচনা করেছেন তিনি। বিবিসির রাজনৈতিক প্রতিবেদনগুলোর ‘স্বচ্ছতা’ নিয়ে প্রশ্ন তুলেন তিনি।

সাম্প্রতিক বছরগুলোতে বেশ কিছু বিতর্কিত ঘটনা ও অভিযোগের মুখে পড়ে বিবিসি। এসবের মধে জিমি স্যাভিলে ও স্টুয়ার্ট হলের যৌন কেলেঙ্কারি, সিনিয়র নির্বাহী ও তারকাদের বেতন-ভাতাদি নিয়ে সৃষ্ট বির্তক অন্যতম। পক্ষপাতিত্বমূলক রিপোর্ট করারও অভিযোগ রয়েছে বিবিসির বিরুদ্ধে।

বিবিসি যুক্তরাজ্যের রয়্যাল চার্টার, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের লাইসেন্স ও এগ্রিমেন্টের আওতায় পরিচালিত একটি আধা-স্বায়ত্তশাসিত সরকারি সম্প্রচার মাধ্যম। সরাসরি টেলিভিশন সম্প্রচারের কোনো ধরনের যন্ত্র ব্যবহারকারী প্রত্যেক ব্রিটিশ পরিবার, কোম্পানি ও সংগঠন থেকে নির্ধারিত হারে ফি তুলে বিবিসির তহবিলের যোগান দেওয়া হয়। পার্লামেন্টে অনুমোদনের মাধ্যমে এ ফি নির্ধারণ করে ব্রিটিশ সরকার। ১৯২২ সালের ১৮ অক্টোবর যাত্রা শুরু করে বিবিসি।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৩
এসএফআই/জেসিকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।