ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

জর্জিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে মার্গভেলাসবিলি জয়ী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১২, অক্টোবর ২৮, ২০১৩
জর্জিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে মার্গভেলাসবিলি জয়ী

ঢাকা: জর্জিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করলেন দেশটির ক্ষমতাসীন দল ড্রেম পার্টির (ডিপি) সদস্য ও প্রধানমন্ত্রী বিদজিনা ইভানিসবিলির ঘনিষ্ঠ মিত্রখ্যাত গিওরগি মার্গভেলাসবিলি।

নির্বাচন কমিশনের তথ্য মতে, ইতোমধ্যে প্রাপ্ত নির্বাচনী কেন্দ্রগুলোর ভোট গণনা শেষে দেখা গেছে, শিক্ষাবিদ মার্গভেলাসবিলি প্রায় ৬৪ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছেন।

অন্যদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউনাইটেড ন্যাশনাল মুভমেন্ট (ইউএনএম) দলের ডেভিড ব্যাকরাজ পেয়েছেন মাত্র ২১ শতাংশ ভোট।

সোমবার সকাল পর্যন্ত সম্পূর্ণ ফলাফল পাওয়া না গেলেও পরাজয় স্বীকার করে বিজয়ী মার্গভেলাসবিলিকে অভিনন্দন জানিয়েছেন পার্লামেন্টের সাবেক চেয়ারম্যান ব্যাকরাজ।

রোববার অনুষ্ঠিত এই নির্বাচনের মধ্য দিয়ে পশ্চিমা সমর্থনপুষ্ট মিখেইল সাকাসভিলির দীর্ঘ এক দশকের প্রেসিডেন্সিয়াল শাসনের অবসান ঘটলো। দুই দফায় দায়িত্ব পালন করেন বিদায়ী প্রেসিডেন্ট সাকাসভিলি।

মার্গভেলাসবিলির প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে ককেশাস অঞ্চলের দেশটির প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট পদে ফের আধিপত্য নিশ্চিত করলো ড্রেম পার্টি। কারণ, গতবছরই সংসদ নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করে ডিপি।

এদিকে, প্রেসিডেন্ট নির্বাচন সম্পন্ন হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই পদত্যাগ করার অভিপ্রায় ব্যক্ত করেছেন শিল্পপতি প্রধানমন্ত্রী ইভানিসবিলি।

কী কারণে তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন সেটি স্পষ্ট না হলেও, নিজের ইচ্ছে পূর্ণ হয়েছে উল্লেখ করে এই সিদ্ধান্তের কথা জানান ইভানিসবিলি। তবে, তার পদত্যাগের পর ফের ডিপি’র পক্ষ থেকেই কোনো প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৩
এইচএ/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।