ঢাকা: শরীরের অস্বাভাবিক উচ্চতা হওয়ায় নিজের জীবনে কেউ সঙ্গী হয়ে আসবে কিনা এ নিয়ে ভীষণ দুঃশ্চিন্তায় ছিলেন বিশ্বের সবচেয়ে লম্বা পুরুষ সুলতান কোসেন।
তবে শেষ পর্যন্ত মনের মানুষ খুঁজে পেলেন ৮ ফুট ৩ ইঞ্চি উচ্চতার এই তুর্কি তরুণ।
৩০ বছর বয়সী সুলতান রোববার তুরস্কের বাসভবনে নিজের চেয়ে উচ্চতায় ২ ফুট ৭ ইঞ্চি ছোট ২০ বছর বয়সী দীবোর সঙ্গে আংটি বদল করেন। শিগগিরই তারা বিয়ে অনুষ্ঠানের আয়োজন করবেন বলে জানা গেছে।
জীবনের সঙ্গী পেয়ে পেশায় কৃষক সুলতান উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আমি অনেক চিন্তায় ছিলাম কাউকে সঙ্গী হিসেবে পাবো কিনা। তবে শেষ পর্যন্ত দীবো আমার জীবনে এলো। আমি অনেক শিহরিত।
নিজের জীবনে সুলতানের মতো একজন ‘ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ’ পাওয়ায় গর্ববোধের কথা জানান দীবোও।
উল্লেখ্য, ১৯৮২ সালের ১০ ডিসেম্বর তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মারদিনে জন্মগ্রহণ করেন সুলতান। জন্মের পর থেকেই হরমোনজনিত কারণে অস্বাভাবিকভাবে শারীরিক বৃদ্ধি হতে থাকে তার। তবে শেষ পর্যন্ত ২০১১ সালে শারীরিক বৃদ্ধি থামে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে ঠাঁই পাওয়া সুলতানের।
সুলতানের হাতের দৈর্ঘ্য ২৭ দশমিক ৫ সেন্টিমিটার ও পায়ের দৈর্ঘ্য ৩৬ দশমিক ৫ সেন্টিমিটার।
বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৩
এইচএ/বিএসকে