ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাটনা বিস্ফোরণে গ্রেপ্তার ৮ মুজাহিদিন

স্টাফ করেসপন্ডেন্ট ও সংবাদসংস্থা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৩
পাটনা বিস্ফোরণে গ্রেপ্তার ৮ মুজাহিদিন

কলকাতা: পাটনা বিস্ফোরণে এবার সরাসরি ইন্ডিয়ান মুজাহিদিনের যোগাযোগের প্রমাণ পাওয়া গেল। এ ঘটনায় আট জনকে গ্রেফতার করেছে পুলিশ।



রোববার পাটনা স্টেশনে প্রথম বিস্ফোরণের পর পরই গ্রেফতার করা হয় ইমতিয়াজ আনসারি ওরফে হামিদ নামে এক যুবককে। রাঁচির বাসিন্দা আনসারি ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত বলে গোয়েন্দাদের অনুমান।

রোববারই ইমতিয়াজ আনসারির রাঁচির বাড়িতে তল্লাশি চালায় গোয়েন্দারা। সেখান থেকে বিস্ফোরক এবং বিস্ফোরণের কাজে ব্যবহৃত তাঁর উদ্ধার হয়েছে। পাওয়া গিয়েছে বিন লাদেনের মতাদর্শ সংক্রান্ত বেশ কিছু নথিপত্রও।

তবে গোয়েন্দা সূত্রে খবর মিললেও এনিয়ে মুখ খুলছে না  বিহার পুলিশ। রোববার নরেন্দ্র মোদীর র‌্যালি শুরুর আগেই পাটনায় পরপর আটটি বিস্ফোরণ হয়।   মৃত্যু হয় পাঁচজনের। জখম কমপক্ষে ৮৩।

মৃত ৫ জনের মধ্যে ৩ জনের পরিচয় জানিয়েছে বিহার পুলিশ। তাঁরা হল- বিকাশ, রাম নারায়ণ সিং, মুন্না শ্রীবাস্তব। অন্য দু`জনের নাম জানা যায়নি বলে জানিয়েছেন বিহার পুলিশের ডিজিপি অভয়ানন্দ।

বিস্ফোরণে আইইডি ব্যবহার করা হয়েছিল বলে জানিয়েছেন অভয়ানন্দ। বিস্ফোরণ স্থল থেকে বেশ কিছু তথ্য উদ্ধার করা হয়েছে।

গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা বানাতেই বিহারে বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে মন্তব্য বিজেপির।

তদন্তকারী অফিসারদের অনুমান ইমতিয়াজ আনসারি কট্টরপন্থী জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিনের সক্রিয় সদস্য।

তদন্তকারী অফিসারদের আরও সন্দেহ ধৃত আনসারি ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গি ইয়াসিন ভটকলের ঘনিষ্ঠ।

ইমতিয়াজ আনসারিকে জেরা করে গান্ধী ময়দানে বোমা রাখার কথা জানায় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

তার বাড়ি থেকে একটি বোমা উদ্ধার করা হয়েছে। সঙ্গে পাওয়া গেছে আরও কিছু কাগজপত্রসহ ওসামা বিন লাদেনের ছবি।

ইমতিয়াজ আনসারিকে জেরা করেই আরও ২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। জেরায় জানিয়েছে সে কয়েকজন যুবককে গান্ধী ময়দানে বোমা রাখার জন্য কাজে লাগিয়েছিল।

পুলিশ তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

বাংলাদেশ সময়:  ১১৪৪  ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৩  
ভিএস/ এসএস/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।