ঢাকা: চীনের রাজধানী বেইজিংয়ের রাজনৈতিক স্পর্শকাতর তিয়েনানমেন স্কয়ারে সমবেত লোকজনের ওপর একটি গাড়ি উঠে গেলে এর চালকসহ তিনজনের মৃত্যু হয়েছে।
এতে পর্যটক, পুলিশসহ অনেকেই আহত হয়েছেন।
সোমবার দুপুরে গাড়িটি স্কয়ারে আঘাত হানে।
সংবাদমাধ্যম জানাচ্ছে, ফোর হুইল জিপটি সংরক্ষিত এলাকায় আঘাত হানলে তাতে আগুন ধরে যায়। এতে এর চালকসহ উপস্থিত অন্য আরো দুজনের মৃত্যু হয়। ঘটনার পর পরই পুলিশ এলাকাটি ফাঁকা করে দেয়।
এদিকে, পুলিশ জানিয়েছে, নিহত তিনজনের মধ্যে চালকও রয়েছেন।
ব্রিটেনভিত্তিক স্কাই টিভির সাংবাদিক মার্ক স্টোন বলেন, ‘ঘটনাটি একটি দুর্ঘটনা। তবে এর পেছনে অন্য কারণও থাকতে পারে। ’
তিনি বলেন, ‘গাড়িটি সংরক্ষিত এলাকার মূল ফটক যেখানে মাওসেতুংয়ের ছবি টানানো রয়েছে, সেখানে গিয়ে আঘাত হানে। ’
তিনি বলেন, ‘এটি নিছক দুর্ঘটনাও হতে পারে। আবার এটি একটি প্রতিবাদী অথবা স্থানীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে চরম একটি সতর্কতা হিসেবে হামলা চালানো হতে পারে। ’
স্টোন উদাহরণ দিয়ে বলেন, ‘আমরা দেখেছি, এ বছরের প্রথম দিকে এক আত্মঘাতী নাগরিক বিমানবন্দরে বোমা হামলা চালিয়েছিলেন। তার অভিযোগ ছিল, প্রদেশ পুলিশের নির্মমতার প্রতিবাদ জানাতে তিনি এ হামলা করছেন। ’
বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৩
এবি