ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মীর সীমান্তে গুলিতে ভারতীয় সেনাসদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৩
কাশ্মীর সীমান্তে গুলিতে ভারতীয় সেনাসদস্য নিহত

ঢাকা: ভারতের সেনা নিয়ন্ত্রিত কাশ্মীর সীমান্তে টহল দেওয়ার সময় ভারতীয় এক সেনা গুলিতে নিহত হয়েছেন।

তবে পাকিস্তানি সেনা সদস্য নাকি বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে মারা গেছেন কিনা তা এখনো জানা যায়নি।

নিহত সেনার নাম ও পরিচয়ও প্রকাশ করা হয়নি।

সংবাদমাধ্যম জানায়, সোমবার ভারতীয় সেনাসদস্যরা কাশ্মীর সীমান্তে পাকিস্তান ও ভারতকে বিভক্তকারী রেখা লাইন অব কন্ট্রোল এলাকায় নিয়মিত টহল দিচ্ছিলেন।

এ সময় তারা অতর্কিতে গুলিবর্ষণের শিকার হন। এতে এক সেনা সদস্য নিহত হন।

এদিকে, ভারতীয় সেনাবাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে সংবাদমাধ্যমকে জানান, লাইন অব কন্ট্রোলের উরি অঞ্চলে পাহারা দেওয়ার সময় হামলার শিকার হয় ভারতীয় সেনা সদস্যরা।

তবে শ্রীনগর থেকে ভারতীয় সেনাবাহিনীর এক মুখপাত্র নরেশ ভিগ সংবাদমাধ্যমকে জানান, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর থেকে গুলি করা হয়েছে।

উল্লেখ্য, ১৯৮৯ সাল থেকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরী বিচ্ছিন্নতাবাদীরা ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন অথবা পাকিস্তানের সঙ্গে একীভূত হওয়ার জন্য ভারতীয় সেনা বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র লড়াইয়ে লিপ্ত।

এ পর্যন্ত হামলা-পাল্টা হামলায় ৬৮ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

এদিকে, পাকিস্তান সরকার বিচ্ছিন্নতাবাদীদের নৈতিক ও কূটনৈতিক সমর্থন দেওয়ার কথা অস্বীকার করে আসছে।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৩
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।